ইতিহাস থেকে আরো প্রশ্ন

Show Important Question


181) কোন রাজবংশের সময় ব্রাহ্মণদের নিস্কর জমি দেওয়ার প্রচলন হয়?
A) সাতবাহন
B) মৌর্য
C) গুপ্ত
D) চোল

182) হিন্দু কথাটি সর্বপ্রথম যাদের লেখমালায় উল্লেখিত আছে তা হল-
A) বিজয়নগরের
B) সেন বংশের
C) পাল বংশের
D) বাহমনী রাজ্যের

183) কোন ভারতীয় রাজা নেপোলিয়নকে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করতে অনুরোধ করেছিলেন?
A) ঝাঁসির রানী
B) জয়সিংহ
C) শিবাজী
D) টিপু সুলতান

184) হিদাসপিস বা ঝিলামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
A) রঞ্জিত সিং ও ইংরেজদের মধ্যে
B) আলেকজান্ডার ও পুরুর মধ্যে
C) চন্দ্রগুপ্ত ও ধননন্দের মধ্যে
D) এদের করোর মধ্যে নয়

185) শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কী বলা হয় ?
A) মাৎস্যন্যায়
B) অন্ধকার যুগ
C) অস্থিরতার যুগ
D) এগুলির কোনটিই নয়

186) মুসলিম রাজত্বে ভারতের সরকারি ভাষা কি ছিল--
A) উর্দু
B) আরবি
C) ফার্সি
D) সংস্কৃত

187) পাঞ্জা সাহিব কাদের পবিত্র স্থান ?
A) জৈন
B) বৌদ্ধ
C) শিখ
D) হিন্দু

188) জব্বলপুরের কলচুরি বংশের রাজধানীর নাম কী ছিল ?
A) কনৌজ
B) ত্রিপুরী
C) বাঘেলখণ্ড
D) মালব

189) ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন ?
A) বের
B) চোল
C) পল্লব
D) চালুক্য

190) মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন?
A) অশোক
B) হর্ষবর্ধন
C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D) চন্দ্রগুপ্ত মৌর্য

191) সুলতান মামুদের পিতার নাম কী ?
A) তৈমুর
B) বুখরা খাঁ
C) সবুক্তগীন
D) এরা কেউ নয়

192) ওডিসি কার লেখা?
A) আরিস্টটল
B) চাণক্য
C) হর্ষবর্ধন
D) হোমার

193) চোল সাম্রাজ্য কোন নদীর তীরে গড়ে উঠেছিল--
A) কৃষ্ণা
B) ঝিলাম
C) কাবেরী
D) গোদাবরী

194) সুলতানি আমলে কোন প্রাদেশিক ভাষার, সবথেকে বেশি উন্নতি হয়?
A) বাংলা
B) মারাঠি
C) উর্দু
D) পুশতু

195) প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কী বোঝায় ?
A) খননকার্য
B) মুদ্রা
C) স্মৃতিসৌধ
D) সবগুলিই

196) চেঙ্গিস খানের আসল নাম কি ?
A) তেমুজিন
B) তোতাভাই
C) শেরখান
D) নাজিমউল্লাহ

197) কল্পসূত্র কী ?
A) বৌদ্ধ গ্রন্থ
B) পার্শী গ্রন্থ
C) হিন্দু গ্রন্থ
D) জৈন গ্রন্থ

198) ‘মহারাজ’ উপাধি কোন বংশের রাজারা ধারণ করেছিলেন ?
A) শৈলেন্দ্র বংশীয় রাজারা
B) পল্লব বংশীয় রাজারা
C) চোল বংশীয় রাজারা
D) চালুক্য বংশীয় রাজারা

199) হিমু ও আকবরের মধ্যে পাণিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
A) ১৫৫৫
B) ১৫৫৬
C) ১৫২৬
D) ১৫৭৫

200) জালাল খাঁ ও শের খাঁ মধ্যে যে যুদ্ধ হয় তা কী নামে পরিচিত ?
A) সুরজগড়ের যুদ্ধ
B) বিলগ্রামের যুদ্ধ
C) কনৌজের যুদ্ধ
D) গোগরার যুদ্ধ